সিংহ রাশির দিনটা কেমন কাটবে, আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

রবির প্রভাবাশ্রিত উদ্ভাবনী শক্তির ধারক ও বাহক সিংহ রাশি। মানসিক শক্তির উৎসদাতা সিংহ রাশির জাতক জাতিকাদের মধ্যে থাকে বলিষ্ঠ গাম্ভীর্য।

এরা জীবন পথে এগিয়ে চলে বাধাবন্ধহারা গতিতে। এদের মধ্যে রয়েছে দয়ামায়া, অনাশ্রিতকে আশ্রয়দান করার ক্ষমতা। এরা সব সময়েই কৃতজ্ঞ। দোষ স্বীকার করলে ক্ষমা করাই এদের জীবনের দস্তুর।

ভোগের মধ্যে দিয়েই এদের ভগবানকে ডাকা। সব ছেড়ে তাঁকে চাই, এমন ভাবনা এ রাশির জাতক জাতিকারা স্বপ্নেও কল্পনা করতে পারে না। ভোগবাসনা চরিতার্থ না হলে এদের মানসিকতা নিম্নাভিমুখী হয়ে পড়ে। সন্তানভাবনা অতিমাত্রায়।

রাগ ও স্পষ্টবাদিতার কারণে আত্মীয় ও বন্ধুর সংখ্যা খুবই কম। যে কোনও পরিবেশে প্রথম অবস্থায় নয়, পরে নিজেকে জাহির করার চেষ্টা।

বিবাহিত জীবনে তমোগুণী শনির প্রভাবে এ রাশির জাতক জাতিকারা শতকরা একজনও শান্তি পেয়েছে কিনা সন্দেহ। সিংহ রাশির ডিভোর্সের সংখ্যা অন্য রাশির তুলনায় বেশি।

আজ দিনটা কেমন কাটবে : দিনটা আনন্দের মধ্যে কাটবে। তবে মধ্যভাগে মানসিক প্রফুল্লতা নষ্ট হবে। কেউ অকারণ দোষারোপ করবে ও ভুল বুঝবে। মানসিক অশান্তি ও দুশ্চিন্তা বাড়বে, সামান্য রক্তপাত হবে। রাগ বাড়বে। বন্ধু কিংবা আত্মীয়ের গৃহে বেড়াতে যাবেন। নিকট আত্মীয়ের ব্যাপারে উদ্বেগ ও মতবিরোধ দেখা দেবে। হঠাৎ অর্থ কিংবা সাদা দ্রব্যলাভ হবে। কিছু হারাতে পারে। কোনও শুভ সংবাদ খুশি করবে। প্রাচীন মন্দির ভ্রমণ হবে। কোনও ঘটনা সম্মান বৃদ্ধি করবে। পূর্ব পরিচিতের সাথে যোগাযোগ হবে। গৃহে নতুন কারও আগমন ঘটবে। কর্মক্ষেত্র উদ্বেগপূর্ণ। প্রেমপ্রীতিতে ভুল বোঝাবুঝি ও মনোমালিন্যের সৃষ্টি হবে। কোনও প্রচেষ্টা ব্যর্থ ও মানসিক প্রফুল্লতা নষ্ট হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার ও মঙ্গলবার নীল অপরাজিতা ফুল দিয়ে যে কোনও শনি মন্দিরে সারা দিনে যে কোন সময় পুজো দিলে অনেকটা দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন। সঙ্গে ফল মিষ্টি যা মন চায় দিতে পারেন।

কি রঙের পোশাক পরবেন : লাল, গোলাপি, হলুদ, বাসন্তী রঙের পোশাক এই রাশির জন্য শুভ। শুভ প্রচেষ্টায় সাফল্য ও দেহমনের আনন্দদায়ক হবে। বাড়ি বা ঘরের জন্য এর যে কোনও একটা রং ব্যবহার করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *