কর্কট রাশির দিনটা কেমন কাটবে, আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

একদিকে দুঃখ শোক গ্লানি অহংকার যেমন, তেমনই অন্যদিকে সুখশান্তি আনন্দ ত্যাগ বৈরাগ্য। কর্কট সম রাশি বলে সংসারে সুখ দুঃখ শোককে এই রাশির জাতক জাতিকারা অস্বীকার করে না, সাদরে গ্রহণ করে।

এদের মধ্যে একদিকে রয়েছে স্নেহ উদারতা, অন্যদিকে রয়েছে নির্দয়তা। মঙ্গলের রজোগুণ ও শনির তমোগুণের সংমিশ্রণে এদের ক্রোধ কখনও কখনও প্রবল হয়ে ওঠে। অহংকার ও দম্ভের প্রকাশ যোগ্যতার চাইতে বেশি।

স্ত্রীর কাছ থেকে মন মতো ব্যবহার না পেলে প্রায়ই অন্য রমণীর আশ্রয় খুঁজে নিতে চেষ্টা করে। এদের নেতৃত্ব দেবার ইচ্ছা থাকে জীবনের প্রথমাবস্থা থেকে। শনির তমোগুণের প্রভাবে জীবনে দুঃখবাদের ভারী বোঝাটাই বয়ে নিয়ে বেড়াতে হয় বেশি।

আজ দিনটা কেমন কাটবে : আজকের দিনটা আপনার ধৈর্য ও অধ্যবসায় প্রত্যাশা করে। কর্মক্ষেত্রে নতুন সামান্য ঝঞ্ঝাট দেখা দিতে পারে। তবে নতুন যোগাযোগের পক্ষে অনুকূল দিনটা। সামান্য আয় বাড়লেও ব্যয় চাপ বৃদ্ধি পাবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্ব নিতে হবে। শারীরিক দিক থেকে বিব্রত বোধ করবেন। কোনও আমন্ত্রণ রক্ষা ও শুভকর্মে অংশগ্রহণ করতে হবে। গৃহে অতিথির আগমন ও অযথা মনের উপর চাপ বাড়বে। পূর্ব সূত্রে অর্থ লাভ হবে। নিকট ভ্রমণ ও টুকটাক রক্তপাত যোগ। কেউ শত্রুতা ও কুৎসা রটাতে পারে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার ও মঙ্গলবার সাদা বাতাসা ও সাদাফুলের মালা (টগর বাদে) দিয়ে যে কোনও শনি মন্দিরে সারা দিনে যখন হোক পুজো দিলে অনেকটা দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : কালো, খয়েরি এবং যে কোনও গাঢ় রঙের পোশাক একেবারে বর্জন করলে ভালো হয়। অন্য কোনও হালকা রঙের পোশাক চলবে। সবচেয়ে ভালো হয় সাদা আর খুব হালকা হলুদ পরলে। মিষ্টি আকাশিও পরতে পারেন। এগুলি সব সাফল্য ও আনন্দের এই রাশির পক্ষে। বাড়ির রঙের যে কোনওটা করা যেতে পারে অসুবিধা না থাকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *