বৃষ রাশি আজকের রাশিফল ১৬ ফেব্রুয়ারি, ২০২৩

বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

অষ্টাদশ সিদ্ধির নায়ক ধারক ও বাহক সর্বশাস্ত্র প্রবক্তা শুক্রাচার্য। শুধু ত্যাগেই ধর্ম হয় না, ভোগের মধ্যে দিয়েই চলে ত্যাগের সন্ধান। কামনা বাসনা পরিত্যাগ করে কখনও বৈরাগ্যের ভিত্তি স্থাপিত হয় না।

ভোগবাদী হলেও সত্ত্বগুণাশ্রয়ী শুক্র এ সত্য বুঝেছিলেন। রজোগুণে ভরা শুক্রের প্রভাবাশ্রিত রাশি বৃষ। কর্মযোগী শুক্র। কর্মের ভিতর দিয়ে এ রাশির জাতক জাতিকার চলে আত্মপ্রতিষ্ঠার চেষ্টা।

শুক্রের প্রভাব থাকায় বৃষরাশির জাতক জাতিকাদের মন উদার উন্নত হয়। দুঃখ দুর্দশাকে লাঘব করে অন্তরে নির্মল আনন্দলাভের প্রচেষ্টাই চলে অহরহ। সাহিত্যে শিল্পে শাস্ত্রানুশীলনে শুভ শুক্রের প্রভাব থাকে বৃষ রাশির জাতক জাতিকাদের মধ্যে। জীবন সংগ্রামে এদের পরাজয় খুব কমই ঘটে।

আজ দিনটা কেমন কাটবে : দিনটা শারীরিক ও মানসিক দিক থেকে উদ্বেগ বৃদ্ধি করবে। আত্মীয় কিংবা বন্ধুর গৃহে নিমন্ত্রণ রক্ষা ও তাদের পিছনে অর্থব্যয় হবে। কারও সাথে মনোমালিন্য ও বচসার সৃষ্টি হতে পারে। কোনও শুভকর্মানুষ্ঠানে যোগদান করতে পারেন। হঠাৎ অর্থলাভ কিংবা দ্রব্য প্রাপ্তি হবে। আর্থিক ও কর্মক্ষেত্র আশা সঞ্চার করবে না। প্রেমপ্রীতির ক্ষেত্র মানসিক অশান্তি বৃদ্ধি করবে।

কি করলে একটু ভালো থাকবেন : সারা বছরের বেশির ভাগ সময় পারলে সাদা পোশাক ব্যবহার করলে অনেকটা দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন। কালো খয়েরি ব্যবহার না করাই ভাল।

কি রঙের পোশাক পরবেন : সাদা, একেবারে উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক চলবে। বিশেষ করে সাদা রঙ দেহ মন সংসার প্রতিষ্ঠা ও যে কোনও শুভ কর্মের ক্ষেত্রে শুভপ্রদ। প্রচেষ্টায় সাফল্য ও মানসিক আনন্দ বাড়বে। বাড়ি ঘরের রং সাদা রাখলে একই ফল হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *