তুলা রাশির দিনটা কেমন কাটবে, আজ ১৮ ফেব্রুয়ারি, ২০২৩

তুলা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

শুক্রাচার্যের আনন্দময় ধাম তুলারাশি। জাগতিক কামনাবাসনার কারক এই রাশি। প্রকাশ শক্তির বিস্তার এই রাশিতে কম। জাতক জাতিকাদের প্রকৃত মনোভাব বুঝে ওঠা দায়।

যে কোনও মুহুর্তে প্রতিষ্ঠাক্ষেত্রে বারংবার বাধা আসে তবুও শুক্রের প্রভাবে দুর্দমনীয় প্রচেষ্টা নিয়ে অগ্রসর হয়, আরও সুন্দর ও ঐশ্বর্যমণ্ডিত করে তুলতে চায় জীবনকে।

এই রাশিতে রজোগুণের প্রভাব বেশি থাকায় কর্মের উদ্যম নষ্ট হয় না। জীবনের প্রথমভাগে ভোগ বাসনা শিল্পপ্রিয়তা, মধ্যভাগে ত্যাগের মধ্যে দিয়ে জীবন পরিচালনা, শেষ ভাগে ত্যাগের খ্যাতি ছড়িয়ে পড়ে।

এদের জীবনে কর্ম প্রায় ক্ষেত্রেই অসম্পূর্ণ থাকে। এই রাশির জাতক জাতিকারা প্রশংসা ও স্তুতিপ্রিয়। সহজে অন্যের কথায় বিশ্বাসী হয়ে পরে প্রতারিত হয় মানসিক ও আর্থিক ভাবে।

আজ দিনটা কেমন কাটবে : কর্মক্ষেত্রের কোনও একটা ব্যাপার নিয়ে প্রচ্ছন্ন দুশ্চিন্তা দিনের অধিকাংশ সময়কে বিকৃত করে তুলবে। আর্থিক টান থাকলেও অযাচিত কিছু অর্থ আসবে। শারীরিক দিক থেকেও কিছুটা অস্বস্তির ভাব দেখা দেবে। কোনও গুরুত্বপূর্ণ কাজের দায়িত্বভার গ্রহণ। শুভ কর্মে অর্থ ব্যয় এবং কারও অনুরোধ রক্ষা করতে হবে। মানসিক চঞ্চলতা বর্তমান থাকবে। প্রেমিক প্রেমিকাদের মানসিক দুশ্চিন্তার মধ্যেও দিনটা আনন্দদায়ক।

কি করলে একটু ভালো থাকবেন : রঙিন পোশাক যতটা সম্ভব এড়িয়ে চলবেন। যে কোন কালীমন্দিরে কলা বাদে একটা ফল ও নটা জবাফুল দিয়ে পুজো দিতে পারেন সারা দিনে যখন খুশি, সঙ্গে দক্ষিণা দিয়ে।

কি রঙের পোশাক পরবেন : হালকা লাল, গোলাপি, সাদা, উজ্জ্বল হাল্কা আকাশি পোশাক দেহমনকে আনন্দ আর অধিকাংশ কাজে সফলতা দেবে সম্মানের সঙ্গে। আরও ভালো হয় বাড়িঘর পাতিলেবু রং করলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *