কুম্ভ রাশি আজকের রাশিফল ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

কুম্ভ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

শনির আনন্দময় স্থান বলা হয়ে থাকে কুম্ভ রাশিকে। দম্ভ অহংকার পরশ্রীকাতরতা এই রাশির জাতক জাতিকাদের চরিত্র বিরুদ্ধ। এগুলির আবির্ভাব ঘটলেই বুঝতে হবে এদের জীবনপ্রবাহ এগিয়ে যাচ্ছে দুর্ভোগময় জীবনের পথে।

সাংসারিক সমস্ত দুঃখকে জয় করে যেমন পরমানন্দ লাভ করে, তেমনই অফুরন্ত আনন্দভাবে ভরপুর এই রাশি। বয়স বৃদ্ধির সঙ্গেই উত্তরোত্তর বৃদ্ধি পায় অধ্যাত্মচেতনা। সংগ্রামী জীবনের পূর্ণতা আসে মধ্য বয়েসের পর।

এরা ঈশ্বরভক্তিপরায়ণ হয়। যৌনজীবনে সংযমের প্রয়াসী। রাশির উপর অশুভ গ্রহের প্রভাব থাকলে সম্পূর্ণ বৈপরীত্য ঘটে এদের চরিত্রে।

যে কোনও নিম্নস্তরের কাজ করতে অন্তরে এতটুকুও হেলদোল নেই। গুছিয়ে সুন্দর মিথ্যা বলায় এদের যেন জুড়ি নেই।

আজ দিনটা কেমন কাটবে : মানসিক অস্থিরতা ও শারীরিক ম্যাজমেজে ভাব পূর্ণ বর্তমান। কর্মক্ষেত্র পূর্বের তুলনায় সামান্য আশাপ্রদ। আয়ের ক্ষেত্রে সামান্য উদ্বেগ থাকলেও আয় বাড়বে। কারও সাথে বাদানুবাদ। গুরুজনের বিরক্তি ভাজন হওয়া। কোনও শুভ সংবাদ বা যোগাযোগে উৎসাহিত। নতুন কোনও দ্রব্যলাভ কিংবা কোনও কিছু কেনাকাটা। টুকটাক আঘাত বা রক্তপাত যোগ বর্তমান। প্রেমপ্রীতির ক্ষেত্রে অযথা দুশ্চিন্তায় মন আচ্ছন্ন থাকবে এবং মতবিরোধের আশঙ্কা।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি শনিবার সাদা বাতাসা ও সাদাফুলের মালা দিয়ে যে কোনও শনিমন্দিরে সারা দিনে যখন হোক পুজো দিলে অনেকটা দুর্ভোগের হাত থেকে মুক্তি পাবেন।

কি রঙের পোশাক পরবেন : আর্থিক মানসিক সাংসারিক কর্ম ও প্রতিষ্ঠাজীবনে সুন্দরভাবে কাটাতে আকাশি, সাদা, হালকা হলুদ, হালকা সবুজ রঙের পোশাক সর্বাঙ্গীণ অনেক স্বস্তি ও আনন্দ দেবে। বাড়ি ঘরের রং সাদার উপর রাখতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *