কন্যা রাশি আজকের রাশিফল ১৭ ফেব্রুয়ারি, ২০২৩

কন্যা রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

এই রাশির অধিপতি গ্রহ বুধ। ভাবাবেগের রাশি। উক্ত রাশির জাতক জাতিকাদের মুখশ্রীতে প্রতিফলিত রয়েছে সৌম্যভাব। স্মৃতিশক্তির প্রখরতায় এরা অনেক বিষয়ই কণ্ঠস্থ করতে সমর্থ হয়।

এদের চরিত্রের মধ্যে নির্মল নির্লোভ কমনীয়তা থাকে তাই খুব সহজেই শত্রুকে বশীভূত করতে সক্ষম হয়।

এই রাশির প্রেমাবেদন থাকে অতিমাত্রায়। বিপরীত লিঙ্গকে দ্রুত আকর্ষণ করতে পারে। বিবাহ প্রায়ই অসবর্ণ পরিচিতের মধ্যে হয়ে থাকে।

সরলতার মধ্যে রয়েছে আত্মবিশ্বাস ও মানসিক সংযম। নিজ প্রচেষ্টা এবং অন্যের সহায়তা এ দুইয়ের মিলনে আসে প্রতিষ্ঠা। স্বভাবে বুধ তমোধর্মী তাই এ রাশি বৈরাগ্যকে আশ্রয় করে এগিয়ে চলতে চায় না।

ভালোবেসে বিয়ে করলেও স্বামী ও স্ত্রী প্রায়ই মনোমতো হয় না। সংগীত সাহিত্য শিল্পের প্রতি আকর্ষণ যেন সহজাত।

আজ দিনটা কেমন কাটবে : দিনটায় কিছু অর্থ ক্ষতি হবে। দূর স্বজনের জন্য দুশ্চিন্তা দেখা দিতে পারে। কর্মক্ষেত্র মোটামুটি শুভ থাকবে। মানসিক শান্তি কিছুটা বিঘ্নিত হবে। কারও সাথে কথা কাটাকাটি ও মতবিরোধ জনিত অশান্তির সৃষ্টি হবে। গৃহে নতুন দ্রব্য আসবে। হঠাৎ নিমন্ত্রিত হতে পারেন। কর্মের উদ্দেশে বেরিয়ে কার্যনাশ ও অকারণ ভ্রমণ হতে পারে। দুর্ঘটনায় পায়ে আঘাত পেতে পারেন। প্রেমিক প্রেমিকাদের প্রেমে বিচ্ছেদ কিংবা মতবিরোধ দেখা দেবে। মানসিক অশান্তির মধ্যে দিনটা কাটবে।

কি করলে একটু ভালো থাকবেন : সম্ভব হলে প্রতি বৃহস্পতিবার যে কোনও ব্রাহ্মণকে যা মন চায় দক্ষিণা এবং যেকোনও ফল একটা দুটো, কোনও নিয়ম নেই দিয়ে প্রণাম করে আসলেই হবে।

কি রঙের পোশাক পরবেন : কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য হালকা আকাশি, হালকা সবুজ, হালকা হলুদ আর সাদা পোশাক অত্যন্ত শুভদায়ক। বাড়িঘরের রঙের মধ্যে থেকে একটা পছন্দ করতে পারেন।

Leave a Comment