বৃশ্চিক রাশির দিনটা কেমন কাটবে, ১৫ ফেব্রুয়ারি, ২০২৩

বৃশ্চিক রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয় আর কি বর্জনীয়। দৈনিক রাশিফল ও রাশি অনুযায়ী প্রতিকার।

এই রাশির জাতক জাতিকারা চঞ্চল ও একগুঁয়ে মনোভাবের হয়। রাগ জেদ অস্থিরতা অধীর ও পরশ্রীকাতরতা দোষগুলি এ রাশিতে প্রায়ই থাকে।

উদারতার প্রকাশ ও চারিত্রিক দৃঢ়তা কম। আত্মপ্রশংসায় পঞ্চমুখ হয়ে থাকে। আধ্যাত্মিকতার মধ্যেও এদের ভণ্ডামি থাকে।

অসম্ভব সংগ্রামের মধ্যে দিয়ে প্রতিষ্ঠা আসে, তবে চন্দ্রের নিচস্থান বৃশ্চিক রাশি, তাই কিছুতেই শান্তিটা আসে না। পারলৌকিক বিষয়ে কৌতূহল সীমাহীন।

এদের করা কাজ অন্যের ভালো না লাগলেও নিজের পরিতৃপ্তিই যথেষ্ট। ইচ্ছাধীন কর্মে আগ্রহী। অন্যের মত ও কথায় গুরুত্ব দিতে নারাজ।

বিবাহিত জীবনে মন ও মতের মিলের অভাব থাকে। এই রাশির জাতক জাতিকারা ব্যর্থতার মধ্যেও খুঁজে নিতে পারে আধ্যাত্মিকতা। শেষ জীবন প্রায়ই কাটে ধর্মীয় জীবনে মনোনিবেশে।

আজ দিনটা কেমন কাটবে : দৈহিক অস্বস্তি ও মানসিক অস্থিরতাপূর্ণ দিন। কর্মক্ষেত্র সামান্য উদ্বেগ সৃষ্টি করলেও টুকটাক অর্থাগমে বাধা নেই। তবে কোনও কর্মেই তেমন মেজাজ পাবেন না। অপ্রত্যাশিত কিছু অর্থ হাতে আসবে। মানসিক উত্তেজনা বৃদ্ধির ফলে ঝগড়া বিবাদে জড়িয়ে পড়তে পারেন। সামান্য আঘাত বা রক্তপাত হতে পারে। খিটখিটে মেজাজ গৃহে শান্তি নষ্ট করতে পারে। কোনও কাজে বাধা পড়বে তবে কোনও গুণী ব্যক্তির সাহচর্যে আসবেন। প্রেমিক প্রেমিকাদের প্রবল মানসিক অশান্তিতে ভুগতে হবে।

কি করলে একটু ভালো থাকবেন : প্রতি মঙ্গলবার যে কোনও হলুদ ফুল দিয়ে নবগ্রহ মন্দিরে মা বগলার পুজো দিয়ে আসবেন।

কি রঙের পোশাক পরবেন : সাংসারিক মানসিক কর্ম ও প্রতিষ্ঠা জীবনের ক্ষেত্রে হালকা লাল, হালকা হলুদ, হালকা আকাশি ও সাদা রঙের পোশাক কল্যাণকর। আকাশিটা বাদ দিয়ে বাড়ি-ঘরের ক্ষেত্রে ওই রংগুলির যে কোনওটি ব্যবহার করতে পারেন।

Leave a Comment